Adsterra

ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত ম্যানসিটি

ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত ম্যানসিটি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের কাছে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। অক্টোবরে ইংলিশ ফুটবল লিগে টটেনহ্যামের কাছে হার দিয়ে শুরুর পর লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সবমিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারলো সিটিজেনরা। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারেও প্রথমবার, যখন তার দল টানা পাঁচটি ম্যাচে পরাজয়ের মুখ দেখলো। এ হারে শীর্ষে থাকা লিভারপুলের সাথে দূরত্ব বাড়লো পাঁচ পয়েন্টের।

শনিবার (২৩ নভেম্বর) রাতে মাঠ ইতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের হয়ে জেমস ম্যাডিসনের দুই গোল, পেদ্রোপোরো ও ব্রেনান জনসনের একটি করে মোট ৪ গোল করেন।

ম্যাচের শুরুতেই টটেনহ্যাম আধিপত্য দেখায়। প্রথমার্ধের ১৩তম মিনিটে ডেজান কুলুসেভস্কির নিখুঁত ক্রস থেকে জেমস ম্যাডিসন গোল করে সিটি ডিফেন্স ভেঙে দেন। সাত মিনিট পর, ম্যাডিসন আরও একটি গোল করেন, যখন তার শৈল্পিক চিপ শট গোলরক্ষক এডারসনকে পরাস্ত করে। দ্বিতীয়ার্ধে, ডমিনিক সোলাঙ্কের কাটব্যাক থেকে পেড্রো পোরো একটি দুর্দান্ত শটে ব্যবধান ৩-০ করেন। অতিরিক্ত সময়ে ব্রেনান জনসনের গোল সিটির ভক্তদের হতাশায় ডুবিয়ে ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারণ করে। ম্যানচেস্টার সিটির রক্ষণভাগ পুরো ম্যাচ জুড়ে অগোছালো ছিল। জন স্টোনস এবং মানুয়েল আকানজি টটেনহ্যামের আক্রমণ সামলাতে ব্যর্থ হন।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে ৫২ ম্যাচ ধরে অপরাজিত থাকার পর হার দেখলো ম্যানচেস্টার সিটি। এই হারের পরেও ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট, তবে তারা লিগ শীর্ষে থাকা লিভারপুলের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে। যদিও লিভারপুলের হাতে এক ম্যাচ রয়েছে। অন্যদিকে, টটেনহ্যাম ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেন, দলের এই পরিস্থিতি খুবই হতাশাজনক। তবে আমি ক্লাবের প্রতি আমার অঙ্গীকারে অবিচল।

No comments

Powered by Blogger.