Adsterra

হোটেলকর্মী থেকে জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি

হোটেলকর্মী থেকে জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

জীবনের অনেক কঠিন পথ পাড়ি দিয়ে বলিউডে আজকের অবস্থান তৈরি করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। বর্তমানে নাম-যশ, অর্থ সবই হয়েছে তার। তবে একটা সময় রাতভর হোটেলে কাজ আর দিনে থিয়েটারে অভিনয় করেই জীবন কাটিয়েছেন তিনি।

জীবনের সব দুর্গম পথ কাটিয়ে বড় অবস্থানে পৌঁছালেও নিজের শিকড়কে ভুলে যাননি পঙ্কজ। সম্প্রতি তার প্রাক্তন কর্মস্থলে ‘পাটনা’-এ গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা।

হোটেলে যখন কাজ তিনি করতেন, তখন কর্মীদের পেছনের গেট দিয়ে প্রবেশ করতে হতো। কোম্পানির নিয়ম মেনে পঙ্কজও সেভাবেই হোটেলে প্রবেশ করে কাজ করতেন। কিন্তু অভিনেতা হওয়ার পর যখন সেই হোটেলে পা রাখেন, তখন সামনের প্রবেশপথ দিয়ে ঢুকে বিশেষ অতিথির মতো আপ্যায়ন পান তিনি।

খোদ হোটেলের ম্যানেজার পঙ্কজকে স্বাগত জানাতে ছুটে আসেন। যিনি কিনা একসময়ে বস ছিলেন অভিনেতার। তিনি হোটেল থেকে চলে গেলেও আজও তার প্রাক্তন সহকর্মীরা সেখানে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে এ প্রসঙ্গে পঙ্কজ বলেন, একটা সময় ছিল যখন রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত হোটেলে কাজ করতাম। বাড়ি ফিরে পাঁচ ঘণ্টা ঘুমিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থিয়েটারে কাজ করতাম। তারপর আবার হোটেলে। টানা দুইবছর এভাবেই কাটিয়েছি।

তিনি আরও বলেন, আজও যখন ‘পাটনা’-এ যাই, তখন পুরনো স্মৃতিগুলো মনে ভিড় জমায়। আমি ভাবি, মানুষের কঠোর পরিশ্রম আর লক্ষ্য সৎ হলে জীবনের সব স্বপ্নপূরণ হয়।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

জানা গেছে, একবার এই হোটেলেই মনোজ বাজপেয়ীর সঙ্গে এক কাণ্ড ঘটিয়েছিলেন পঙ্কজ। তখনও বলিউডে অভিষেক হয়নি তার। কিন্তু মনোজ ততদিনে তারকা বনে গেছেন। প্রিয় অভিনেতা তারই হোটেলে থাকতে এসেছেন জেনে সুযোগ বুঝে মনোজের জুতা চুরি করেন অভিনেতা।

সেই ঘটনাটি একবার ‘কপিল শর্মা’র শোতে এসে ফাঁস করেছিলেন পঙ্কজ। পরবর্তীতে বহুবার মনোজের সঙ্গেও একথা আলোচনা করে হেসে ঢলে পড়েছেন দুজনে। আর বর্তমানে বলিউডে পঙ্কজের সেই প্রিয় অভিনেতা মনোজের সঙ্গেই তার নাম উচ্চারিত হয়।

No comments

Powered by Blogger.