বলিউডে আসছে নতুন জুটি
প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন বলিউডের দুই অভিনয়শিল্পী সারা আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রা। ইতোমধ্যে বেশ কিছু আলাদা সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তারা। এবার পর্দায় দেখা মিলবে এই জুটির রোমান্স।
সিনেমাটির নাম এখনও ঠিক না হলেও এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সারা-সিদ্ধার্থ। এটি নির্মাণ করবেন ‘পঞ্চায়েত’ খ্যাত নির্মাতা দীপক মিশ্রা।
ইন্ডিয়া টুডের সূত্র অনুযায়ী, গ্রামীণ পটভূমিকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে দৃশ্য ধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সারার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। গত ২১ মার্চ ওটিটিতে মুক্তি পায় এটি। এ ছাড়াও আরও দুটো সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।
অন্যদিকে সর্বশেষ ‘যোদ্ধা’ সিনেমায় দেখা গেছে সিদ্ধার্থকে। গত ১৫ মার্চ মুক্তি পায় সিনেমাটি।
No comments