Adsterra

পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না: মান্না

পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না: মান্না, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangla

পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর নতুন বাজার এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ সংস্কারও চায়, ভোটও চায়। তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না। তাই বর্তমান সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা।

তিনি বলেন, দেশে ৯ কোটি মানুষ দরিদ্র। এরমধ্যে ছয় কোটি মানুষের আয়ের কোনো মাধ্যমই নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় গেরে দরিদ্র ব্যক্তিকে মাসে ১ হাজার টাকা করে দেবে। এক পরিবারে চারজন থাকলে চার হাজার টাকা দেওয়া হবে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সরকারের কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না। কিন্তু সরকার যত কথা বলবে, ততই ভালো কাজ হবে।

বিগত সরকারের সমালোচনা করে মান্না বলেন, শেখ হাসিনা মানুষের কল্যাণের জন্য কাজ করেননি। তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন না। কিন্তু সেনাবাহিনী যখন তাকে জানালেন গুলি করে আন্দোলন দমানো যাবে না, তখন শেখ হাসিনা পালিয়ে গেছেন।

No comments

Powered by Blogger.