Adsterra

ফের ফেসবুক প্রোফাইল লাল করলেন হাসনাত, জানালেন কারণ

ফের ফেসবুক প্রোফাইল লাল করলেন হাসনাত, জানালেন কারণ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh ne

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশে গত ৩০ জুলাই রাষ্ট্রীয় শোক পালন করে পতিত আওয়ামী লীগ সরকার। শোকের রঙ কালো হলেও সেদিন শিক্ষার্থীরা এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করে নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙ বেছে নিয়েছিলেন। আবারও নিজের ভেরিফায়েড ফেসবুকে লাল প্রোফাইল পিকচার দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১১ নভেম্বর) রাত ১০টা ৫২ মিনিটে প্রেফাইল পিকচার বদলান হাসনাত।

ক্যাপশনে তিনি লেখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪’

এর আগে ১০ মিনিট আগে রাত ১০টা ৪২ মিনিটে আরেকটি পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই আপনারা দ্রুত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছাত্র-নাগরিকদের অংশগ্রহণ ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেন, তা মেনে নেওয়া হবে না। দ্রুত এই সিদ্ধান্তের সমাধান চাই।’

প্রসঙ্গত, রোববার বঙ্গবভনে নতুন তিন উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শপথ নিয়েছেন।

No comments

Powered by Blogger.