কৃষি ব্যাংকের এজিএমসহ ১৪ জেলে আটক
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ দিনে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ।
রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি জেলে নৌকায় সাতজনকে আটক করা হয়। ওই নৌকা থেকে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার এজিএম কাইয়ুম খানকে আটক করা হয়। এ ছাড়া প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার এবং ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আটককৃত ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।
আটক ব্যাংক কর্মকর্তা কাইয়ুম খান কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ব্যাংকের ভবনেই থাকতেন। তিনি সাংবাদিকদেরকে বলেন, তিনি জানতেন না মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে। জেলে নৌকাটি তার একজন পরিচিতি লোকের। ওই নৌকায় তিনি জেলেদের সাথে ঘুরতে গিয়েছিলেন।
এ দিকে ২২ দিনের অভিযান প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রেসবিফ্রিং করেন পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি বলেন, ২২ দিনেন অভিযানে ৩৪৬ জেলে গ্রেপ্তার, ৭৫ লাখ ৯৭ হাজার মিটার জাল, ২ হাজার ৪৭৯ কেজি মাছসহ ১১৪টি জেলে নৌ জব্দ করা হয়। এ ছাড়া ২৯টি মোবাইল কোর্টে ১৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
No comments