ক্ষমতা পরিবর্তন হয়েছে, তবে দেশে শান্তি ফিরে আসেনি: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে ক্ষমতা পরিবর্তন হয়েছে। তবে দেশে শান্তি ফিরে আসে নাই। অপরাধ, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ হয়নি।
শনিবার বিকেলে (১৬ নভেম্বর) মাদারীপুরের শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটের মাঠে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টাদের জনগণ মেনে নেয়নি। তাদের দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক, তা দেশবাসী প্রত্যাশা করে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আগামী এক বা দেড় বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা উচিত। তাদের সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে বলা উচিত। কারণ সাধারণ মানুষ ও রাজনৈতিক দল নির্বাচনের বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, তাই পরিষ্কার করা জরুরি।
অন্তর্বর্তী সরকারকে একটি নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, অনিশ্চয়তা ও শূন্যতা নানা ধরনের জটিলতা ও অপলাপের জন্ম দেয়। তা রোধ করার জন্য নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ, তার জন্য সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সবার জন্য কাজ করা সহজ হবে।
‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জেলা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
No comments