Adsterra

ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-২০ সম্মেলনে যোগদানের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। ব্রাজিলিয়ান এই শহরের সামারিটানো হাসপাতালে তার অস্বস্তি বা অসুস্থতার চিকিৎসা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পৃথক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বলেছেন, সামান্য অসুস্থতার পর তিনি প্রেসিডেন্ট পেনার সাথে কথা বলেছেন। তিনি আরও বলেন, তিনি (প্রেসিডেন্ট পেনা) ভালো আছেন এবং মেডিকেল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

এ বিষয়ে আরও তথ্যের জন্য রয়টার্স ওই হাসপাতালটির সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের সেই অনুরোধে সাড়া দেয়নি।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রসঙ্গত, গত বছরের মে মাসে প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন সান্তিয়াগো পেনা। এরপর একই বছরের ১৫ আগস্ট পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৪৬ বছর বয়সী সাবেক এই অর্থমন্ত্রী।

চলতি সপ্তাহে প্রতিবেশী ব্রাজিলে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।

No comments

Powered by Blogger.