Adsterra

কৃপণতা ও ভয় থেকে বাঁচার দোয়া

কৃপণতা ও ভয় থেকে বাঁচার দোয়া, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

কৃপণতা কোনো ভালো স্বভাব নয়। কেননা, হাদিসে কৃপণকে আল্লাহর শত্রু এবং দানকারীকে আল্লাহর বন্ধু বলা হয়েছে। আর ভয় মানুষের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। কৃপণতা ও ভয় থেকে বাঁচতে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হয়।

একদা রাসুল (সা.) ভাষণে বলেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও। কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে, তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তা-ই করেছে। তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে।

কৃপণতা ও ভয় থেকে বাঁচার দোয়া

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজুবিকা মিনাল আঝযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল ঝুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিঝালি।

অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই এবং ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে আশ্রয় চাই।’ (বুখারি ও মুসলিম, মিশকাত)

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আঝযি ওয়াল কাসালি, ওয়াল ঝুবনি ওয়াল বুখলি, ওয়া দালায়িদ দাইনি ওয়া গলাবাতির রিজাল।


অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাইছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।’ (বুখারি)

No comments

Powered by Blogger.