Adsterra

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh new

রাজধানীর মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ দিয়ে শুক্রবার সন্ধ্যায় একজন পথচারী যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ওই ব্যাগ মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

থানায় নিয়ে আসার পর থানা পুলিশ ব্যাগ খুলে সেখান থেকে একটি রিভলবার, ম্যাগাজিনসহ একটি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি, একটি হ্যান্ড মাইক ও ছোট একটি সিগনাল লাইট উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

No comments

Powered by Blogger.