Adsterra

সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলিকে সংবর্ধনা

সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলিকে সংবর্ধনা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ময়মনসিংহে সাফ জয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলি আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বরুই গ্রামের নিজ বাড়িতে পৌঁছলে উপজেলা নারী ফুটবল একাডেমি ও স্থানীয় এলাকাবাসী তাকে এই সংবর্ধনা দেন।

এ সময় মিলির বাড়ির সামনের সড়কে তোরণ নির্মাণ করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে মিলি আক্তারকে একটি সুসজ্জিত পিকআপে করে মোটরসাইকেল শোভাযাত্রায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এতে নারী ফুটবলার মিলির স্বজন-সুহৃদ ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে ফুলেল শুভেচ্ছায় মিলি আক্তারকে নিজ বাড়িতে বরণ করেন মা আনোয়ারা খাতুন এবং বাবা মো. শামসুল হকসহ প্রতিবেশীরা। এ সময় মিলির কোচ দেলোয়ার হোসেন উজ্জ্বল, মকবুল হোসেন এবং মিলির চাচাতো ভাই রঙ্গু মিয়াসহ উপজেলা নারী ফুলবল দলের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মেয়ের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা আনোয়ারা খাতুন। তিনি বলেন, আমার মেয়ের সাফল্যে পুরো গ্রামবাসী আজ আনন্দিত। তারা সবাই আমার মেয়েকে ফুল দিয়ে বরণ করেছে। এটা অনেক বড় পাওয়া।

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিলির বাবা মো. আনোয়ার হোসেন বলেন, আমার মেয়ে ফুটবল খেলে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এতে গ্রামবাসী অনেক খুশি। এটা দেখে আমার অনেক ভালো লাগছে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

মিলির কোচ দেলোয়ার হোসেন উজ্জ্বল বলেন, মিলির অর্জন আমাদের জন্য অনেক বড় পাওয়া। তার জন্য গ্রামের মেয়েরা এখন খেলাধুলায় আগ্রহী হয়েছে। এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে নারী ফুটবল একাডেমি।

তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মিলিকে সংবর্ধনা দেওয়া হবে। এটাও অনেক বড় পাওয়া।

No comments

Powered by Blogger.