ভক্তদের ‘এক দফা’ দাবি মেনে নিলেন মেহজাবীন
ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে নাটকের গণ্ডি পেরিয়ে সিনেমা-ওটিটি নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। একের পর এক ভিন্নধর্মী গল্প আর চরিত্রে পর্দায় নিজেকে মেলে ধরছেন তিনি।
তাই আগের চেয়ে নাটকে এখন কম দেখা যায় অভিনেত্রীকে। ফলে তাকে ভীষণ মিস করছেন নাটকপ্রেমীরা। তাই মেহজাবীন যেন আবারও ছোটপর্দায় নিয়মিত হন, সে কারণে নেটমাধ্যমে ‘এক দফা’ দাবি জানিয়েছিলেন ভক্তরা।
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার দিচ্ছেন মেহজাবীন ভক্তরা। যাতে লেখা— ‘এক দফা, এক দাবি; মেহজাবীন আপুকে রোমান্টিক নাটকে চাই।’ অবশেষে ভক্তদের সেই দাবি মেনে নিলেন মেহজাবীন।
জানা গেছে, পরিচালক প্রবীর রায় চৌধুরীর রোমান্টিক ঘরানার নাটক ‘বেস্ট ফ্রেন্ড’র নতুন কিস্তিতে দেখা যাবে মেহজাবীনকে। ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ শিরোনামের এই নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে পর্দা মাতাবেন তিনি। মূলত আগামী বছরের ‘ভালোবাসা দিবস’র জন্য নির্মিত হবে নাটকটি।
এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে মেহজাবীন বলেন, ২০২৫ সালের ‘ভালোবাসা দিবস’-এ আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি, ২০১৮ এবং পরবর্তী সিরিজের সময় যে ভালোবাসা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাব আমরা।
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকে প্রথমবার প্রবীর রায় চৌধুরীর সঙ্গে কাজ করেন মেহজাবীন। এরপর ‘বেস্ট ফ্রেন্ড টু’ ও ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’ মুক্তি দিয়েছেন এই নির্মাতা। এবার এর পরবর্তী সিরিজ ‘বেস্ট ফ্রেন্ড ২.০’-তে দেখা যাবে মেহজাবীনকে।
No comments