শিল্পকলা একাডেমিতে বিক্ষোভের মুখে বন্ধ হলো নাটকের প্রদর্শনী
গত ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হয়ে যায দেশনাটক দলের প্রদর্শনী। এ দিন নাট্যদলটির প্রদর্শনী চলার সময়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে, নাটক বন্ধের নির্দেশ দেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
একাডেমির মহাপরিচালক বলেন, জাতীয় নাট্যশালায় গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন বেশ কিছু উত্তেজিত জনতা। তাদের দাবি, এই নাটক প্রদর্শনী বন্ধ করতে হবে।
এ সময় দর্শক সারি থেকে সৈয়দ জামিল আহমেদকে লক্ষ করে জানতে চাওয়া হয়, এভাবে কারও কথা বলার অধিকার বন্ধ করা যাবে কী? জবাবে তিনি বলেন, তাদের বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি আমি। এতক্ষণ তাদের সঙ্গে কথার যুদ্ধ করেছি। যদি তারা আগুন ধরিয়ে দেয়, এইজন্য নাটক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশনাটকের এই প্রদর্শনী বন্ধের দাবিতে বিকেল থেকেই নাট্যশালার মূল ফটকের বাইরে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অংশগ্রহণকারীরা। বাইরের পরিস্থিতি নাকি স্বাভাবিক নয়; মব সৃষ্টি হয়েছে। এমনটা জানিয়ে শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদকে নাটক বন্ধ করে দিতে বলেন।
জানা গেছে, দেশনাটকের সিনিয়র সদস্য এহসানুল আজিজ বাবু ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলন বিরোধী পোস্ট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এমনটা করেছেন তারা।
দেশ নাট্যদলের মাসুম রেজার ‘নিত্যপুরাণ’ নাটকটি চলছিল। এ সময় আন্দোলনকারীরা নাটক প্রদর্শনীর সময় ২০-২৫ জন গেটের বাইরে স্লোগান দেন। তাদের এক দফা এক দাবি, এজাজ বাবুর পদত্যাগ।
No comments