কুমিল্লা মহানগর সমন্বয়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা
সদ্য ঘোষিত কুমিল্লা মহানগরের বৈষম্যবিরোধী সমন্বয়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী একটি পক্ষ নিজেদের বঞ্চিত দাবি করে পাল্টা কমিটি ঘোষণা করেছে।
শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কমিটির ঘোষণা দেয়া হয়।
প্রতিবাদ সমাবেশে এদিন বিকেলে ঘোষিত কুমিল্লা মহানগর বৈষমবিরোধী সমন্বয়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানও দেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম। যারা এ কমিটির ঘোষণা দিয়েছেন, ‘আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম, এই কমিটি আপনারা কীভাবে ঘোষণা দিলেন। যারা আন্দোলনের সময় নিজের জীবনবাজি রেখেছিল, তাদের কাউকে তো আমি এখানে দেখছি না। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম, তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’
এ সময় শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত করে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন। এ কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে।
এ সময় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালহা জোবায়ের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুজ্জামান, ক্যান্ট. বোর্ড কলেজের গাজী মো. মুইনুদ্দিন ফাহিম, আসলাম সিদ্দিকী, নাজমুল নাদিম,মাহমুদুল সিফাতসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগে একই দিন বিকেলে কুমিল্লা মহানগরীর ১৯৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।
No comments