Adsterra

ভারতের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না: রিজভী

ভারতের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না: রিজভী, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত মুসলিম, খ্রিস্টান হত্যায় রক্তাক্ত ও কলঙ্কিত। তাদের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে’ ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ভারত চট্টগ্রাম দাবি করলে, আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা-বিহার-উড়িষ্যার দাবি করবো। দেশের মানুষ আর ভারতের তাবেদারি করবে না। তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল।’

ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের ভিসা সীমিত করার সিদ্ধান্তে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আজ কলকাতা নিউ মার্কেট ফাঁকা, হাসপাতালগুলো রোগী শূন্য। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমার চিকিৎসা ব্যবস্থা ঠিক করি তাহলে দেশের একটি লোকও ভারতে চিকিৎসা করতে যাবে না।’

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

অনুষ্ঠানে ভারতীয় পণ্য বয়কটের অংশ হিসেবে একটি ভারতীয় চাদর পুরানো হয়। এ ছাড়াও নামমাত্র মূল্যে দেশীয় পণ্য বিক্রি করা হয়।

No comments

Powered by Blogger.