২৪-এ বিচ্ছেদের অনলে পুড়েছেন যেসব তারকা
মাহিয়া মাহী
১৬ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহী। তৃতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।
আরিফিন শুভ
সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন চিত্রনায়ক আরিফিন শুভ। ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন তিনি।
দীপঙ্কর দীপন
ঢাকাই সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন ও তার স্ত্রী সংযুক্তা সাহা মিশুর বিচ্ছেদ হয় ৮ সেপ্টেম্বর। এক ফেসবুক পোস্টের মাধ্যমে নির্মাতা নিজেই বিষয়টি জানান।
কাঞ্চন মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক। তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১০ জানুয়ারি বিচ্ছেদ হয়। পরে চলতি বছর কাঞ্চন শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন।
জেনিফার লোপেজ
হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ ও প্রযোজক বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ হয় এ বছর। জুলাই মাস থেকে তারা আলাদা থাকতে শুরু করেন ও আগস্টে বিচ্ছেদের খবর সামনে আনেন। তবে সরকারি নথিতে তাদের বিচ্ছেদের তারিখ ২৬ এপ্রিল।
এ আর রহমান
২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতের অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান। ১৯ নভেম্বর স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় তার।
সাব্রিনা কার্পেন্টার
মার্কিন সংগীতশিল্পী সাব্রিনা কার্পেন্টারের বিচ্ছেদ হয় ৪ ডিসেম্বর। তার স্বামী ব্যারি কিওগানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার গুজব তাদের বিচ্ছেদের মূল কারণ হিসাবে উঠে আসে।
কার্ডি বি
আমেরিকান র্যাপার কার্ডি ১ আগস্ট তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। তার স্বামী অফ সেটের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।
হ্যালি বেইলি
আমেরিকান সংগীতশিল্পী ও গীতিকার হ্যালি বেইলির বিচ্ছেদ হয় ৩ অক্টোবর। স্বামী ডিডিজির সঙ্গে দুবছরের সম্পর্কের সমাপ্তি ঘটে।
No comments