Adsterra

প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন

প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে শোবিজে পথ চলা শুরু তার। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন দর্শকদের।

অভিষেক হয়েছে বড় পর্দায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। এখানেও বাজিমাত করেছেন মেহজাবীন। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন সব জায়গাতেই দাপিয়ে বেড়াচ্ছেন মেহজাবীন। তবে তার অভিনীত প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপাড়ে’ নাটকে অভিনয় করে আমার প্রথম আয় ছিল ১৫ হাজার টাকা। আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ ফাহমি ভাই যেভাবে কাজ করেন সেখানে কোনো স্ক্রিপ্ট থাকে না।

নাটকে অভিনয়ের ব্যাপারে অভিনেত্রী বলেন, কোনো ধরনের অভিজ্ঞতা নেই একদম দুর্বল। স্ক্রিপ্ট নেই, কী ঘটতে যাচ্ছে জানি না। শুধু জানতাম একটা নাটক কিন্তু গল্প কী কীভাবে এটা শুট হবে কিছুই জানতাম সা। এটা নিয়ে পরে অনেকে হাসাহাসি হয়েছে। আমাকে দেখে তারা বলেছে এ মেয়েকে দিয়ে হবে না।

তিনি আরও বলেন, আমি প্রথম নাটকে অভিনয়ে করার পর সে সময় খুব সিরিয়াস ছিলাম না। কাজটা এক ধরনের চাপ দিয়ে করানো হয়। আমি তখন ছোট এবং আমার কোনো আগ্রহ ছিল না অভিনয়ে। অভিনয় করার আগে লাক্স চ্যানেল আই সুপারস্টার অ্যাওয়ার্ড জিতেছিলাম। এরপর আমি চট্টগ্রাম মামার বাসা চলে গিয়েছিলাম কাউকে না বলে।

মেহজাবীন বলেন, শুধু কল আসতো কোথায় কোথায়। এভাবে তো চলে গেলে হবে না কাজ করতে হবে। তখন আমাকে প্রথম এ কাজটা দেওয়া হয় যে ২১ ফেব্রুয়ারির জন্য একটা নাটক করতে হবে যে। আমি অনেক ভাবে বলি যে আমি পারব না। আমি কোনো নাটক করতে চাই না। তারপর কোনো একভাবে কাজটা করা হয়।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’-তে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।

No comments

Powered by Blogger.