Adsterra

প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক

প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ভিন্ন ভিন্ন গল্প আর চরিত্রে একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের চমকে দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। কয়েকদিন আগেই বক্সঅফিস মাতান তার অভিনীত সিনেমা। এবার প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একটি মোশন পোস্টার প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, দাউ দাউ আগুনে পুড়ছে নগর। পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার!

আর রক্তে মাখা বিলাসবহুল গাড়ির উপর পিস্তল হাতে কারও উদ্দেশে শাকিব বলছেন ‘খামোশ’। এমন আবহের মোশন পোস্টার দেখার পর থেকেই ‘বরবাদ’ মক্তির অপক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।

এ দিন অনুষ্ঠানে শাকিবসহ আরও উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, দিঘী।

চিত্রনায়কের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে ফার্স্টলুকের মোশন পোস্টারটি। এ প্রসঙ্গে শাকিব বলেন, আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে এটা। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফান করেছি। এবার বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

বর্তমানে ‘বরবাদ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। গেল ২০ অক্টোবর শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। ‘বরবাদ’র বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয়। ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এটি নির্মাণ মেহেদী হাসান হৃদয়।

‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়া আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। এছাড়া, বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

No comments

Powered by Blogger.