Adsterra

বিশ্বে বায়ুদূষণে সবার ওপরে ঢাকা, বাতাস ‘বিপজ্জনক’

বিশ্বে বায়ুদূষণে সবার ওপরে ঢাকা, বাতাস বিপজ্জনক, সিরিয়া, ঢাকা ভয়েস, আল কায়েদা, জোলানি, বাশার আল আসাদ Dhaka Voice, Trending News, Viral News, Top

জনবহুল এই শহরটি সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর ৩০৫ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। একিউআই সূচক অনুযায়ী, ঢাকার আজকের বাতাসকে “বিপজ্জনক” হিসেবে চিহ্নিত করা হয়েছে।


অন্যদিকে একিউআই স্কোর ২১১ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর আফ্রিকার দেশ মিসরের রাজধানী কায়রো। আর একিউআই স্কোর ১৮০ ও ১৭৯ নিয়ে এই তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের অন্যতম বৃহত্তম শহর লাহোর ও ইরাকের রাজধানী বাগদাদ।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।


বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।


বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

No comments

Powered by Blogger.