Adsterra

ফিরে দেখা ২০২৪ : বছরজুড়ে আলোচনায় যেসব নায়ক

ফিরে দেখা ২০২৪, বছরজুড়ে আলোচনায় যেসব নায়ক, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

মেহেদী হাসানের ‘শেষ বাজি’ দিয়ে বছর শুরু হয়েছিল। বছরের শেষ ছবিটিও এরই মধ্যে মুক্তি পেয়েছে। ‘নকশী কাঁথার জমিন’ দিয়ে শেষ হচ্ছে ২০২৪ সালের ছবি মুক্তির যাবতীয় হিসাব–নিকাশ। খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর দেশের প্রেক্ষাগৃহে মোট ৪১টি ছবি মুক্তি পেয়েছে। বছরের মাঝামাঝি কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি বন্ধ ছিল, শেষ কয়েক মাসে এসে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। মুক্তি পাওয়া ৪১ ছবির মধ্যে ব্যবসায়িক সফলতা পেয়েছে হাতে গোনা কয়েকটি। ব্যবসায়িক সফলতা না পেলেও কোনো ছবি ঘিরে ছিল আলোচনা। দেখে নেওয়া যাক, সিনেমা নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন ঢালিউডের কোনো তারকারা।


শাকিব খান 

কয়েক বছর ধরে নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করছেন শাকিব খান। তাঁরা ঢাকাই ছবির এই শীর্ষ নায়ককে নতুনভাবে পর্দায় হাজির করেছেন। এবারও তা–ই করেছেন। বছর শুরুতে হিমেল আশরাফ বানিয়েছেন ‘রাজকুমার’। বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া এই ছবি ঘিরে দর্শক আগ্রহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এরপর ‘তুফান’, ‘দরদ’—সিনেমায়ও তাঁকে ভিন্নভাবে দেখেছেন দর্শক। তিনটি ছবিতে কখনো তিনি গ্রামের সাধারণ যুবক, কখনো কুখ্যাত গ্যাংস্টার—সব চরিত্রে তিনি নিজের ক্যারিশমার সঙ্গে অভিনয়েও জোর দিয়েছেন। সিনেমায় এ বছর সবচেয়ে বড় ব্যবসায়িক সাফল্য শাকিব খানের তুফান। ঈদুল আজহায় ‘তুফান’ ছবিটি মুক্তির পর রীতিমতো হইচই পড়ে। রায়হান রাফী পরিচালিত এবং এসভিএফ ও আলফা আই লিমিটেড প্রযোজিত  ‘তুফান’ ছবিটি শুটিং শুরুর পর থেকেই আলোচনায় ছিল। সিনেমা মুক্তির পর এই আলোচনা বেড়ে যায় কয়েকগুণ। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, তুফান ছবির মাধ্যমেই ঢালিউড বছরের প্রথম বড় কোনো ব্যবসায়িক সফলতা পায়। বছর শেষ পর্যন্ত শাকিব খানের এই ছবি সবচেয়ে বেশি ব্যবসার সফলতা পেয়েছে। বছরের শেষ দিকে দরদ নিয়ে আলোচনা হলেও মুক্তির পর ছবিটি সেভাবে সাড়া জাগাতে পারেনি। যদি মুক্তির প্রথম দুই দিন ব্যবসায়িকভাবে ভালোই সফলতা দেখিয়েছে। ছবিটি নিয়ে পরিচালক অনন্য মামুনের অতিকথন দর্শকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে বছর শেষে হিসেবে এটা দাঁড়ায়, গেল বছরের তুলনায় শাকিব খান এ বছরে নিজেকে আরও ছাড়িয়ে গেছেন।


শরীফুল রাজ

রেদওয়ান রনির ‘আইসস্ক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে শরীফুল রাজের। এরপর তানিম রহমান অংশুর ‘ন ডরাই’–এ অভিনয় করলেও সবচেয়ে বেশি আলোচনায় আসেন রায়হান রাফির ‘পরাণ’ ছবিটি দিয়ে। ‘পরাণ’ মুক্তির পর একাধিক পরিচালকের ছবিতে অভিনয়ের প্রস্তাবও পান। কিন্তু সাবধানী হয়ে পথ চলেছেন রাজ। বেছে বেছে ছবির কাজ হাতে নিয়েছেন। এ বছরে ঢালিউডের এই তারকার তিনটি ছবি মুক্তি পেয়েছে। গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, মিশুক মুনিরের ‘দেয়ালের দেশ’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’—তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার ছাপ রেখেছেন। এ বছরে মুক্তি পাওয়া তিনটি ছবি রাজকে আলোচনায় রেখেছে। চলচ্চিত্র–সংশ্লিষ্টদের মতে, শরীফুল রাজ যদি তাঁর কাজের ব্যাপারে আন্তরিক থাকে, তাঁকে নিয়ে ভবিষ্যতে ‘বাজি’ ধরা যাবে।


আদর আজাদ

রিয়ালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যাম্পিয়ন হয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন আদর আজাদ। নাটক শেষে একটা সময় চলচ্চিত্রে অভিনয়ে মনোযোগী হন। প্রতিনিয়ত প্রশংসা কুড়াচ্ছেন। অভিনয়ে নিজেকে প্রমাণের চেষ্টা করছেন। এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদর আজাদ অভিনীত লিপস্টিক। এ ছবিতেও আদর আজাদ দেখিয়েছেন মূলধারার বাণিজ্যিক সিনেমার সফল নায়ক হওয়ার মতো গুণ তাঁর মধ্যে ভালোই আছে। কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবিতে আদরের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। এদিকে বছর শেষে ‘পিনিক’ নামে নতুন একটি ছবিতে শুটিংয়ের খবরও দেন। এই ছবিতে আদরের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এরই মধ্যে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে।

No comments

Powered by Blogger.