কেন সিনেমায় নেই, মুখ খুললেন অপু বিশ্বাস
বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুট এবং ব্যবসার কাজ নিয়েই বেশি ব্যস্ত ঢালিউড কুইন অপু বিশ্বাস। এ ছাড়া কয়েকদিন আগেই ইউটিউব চ্যানেল খুলে উপস্থাপনার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি। তবে যত কাজই অপু করুক না কেন, তাকে সিনেমায় দেখার জন্য সবসময়ই মুখিয়ে থাকেন তার ভক্তরা।
সর্বশেষ গেল বছর নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’-তে দেখা যায় অপুকে। এরপর আর কোনো সিনেমা করেননি এই চিত্রনায়িকা। এতে তার সঙ্গে জুটি বাঁধেন সাইমন সাদিক। যদিও ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় এটি। এরপর থেকে নিয়মিত শোরুম উদ্বোধনের অতিথি হয়ে যান অপু।
তাই স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে, কি সিনেমা ছেড়েই দিচ্ছেন অপু? কেন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে?
সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনে হাজির হয়ে গণমাধ্যমে এমন প্রশ্নের জবাব দিয়েছেন অপু। তবে জবাবে পাল্টা প্রশ্ন তোলেন চিত্রনায়িকা, সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।
তাহলে এই সময়টা কী করছেন তিনি? দেখা গেছে, শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুটের মতো কাজগুলোতে ব্যস্ত রেখেছেন তিনি। এ প্রসঙ্গে অপু বলেন, যেহেতু আমি একজন অভিনেত্রী ও একজন পেশাদার মডেল। এসবও আমার কাজ। এই কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছি।
একসময়ের ঢালিউডের আলোচিত জুটি ছিল শাকিব খান-অপু বিশ্বাস। এই জুটির নতুন সিনেমা দেখতে অপেক্ষায় থাকতেন অনুরাগীরও। শাকিব-অপুর সিনেমা মানেই হলভর্তি দর্শক, প্রযোজক, পরিচালক, পরিবেশকের মুখে হাসি। যদিও বদলে গেছে সেই দিন।
শাকিবের সঙ্গে প্রেম, গোপনে বিয়ে, সন্তান জয়ের জন্ম ও তাদের লুকানো সংসারের খবর প্রকাশ্যে আসার পরই উল্টো স্রোতে চলে তাদের জীবন। পরে বিচ্ছেদই হয়ে যায় শাকিব-অপুর। একা মা হিসেবে এখন কাজের পাশাপাশি সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। লুকানো সংসারের চেয়ে যেন বিচ্ছেদই ভালো। তবে অনুরাগীদের প্রত্যাশা, আবারও অপুকে দেখবেন বড়পর্দায় তারা।
No comments