বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জ গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬১ কেজি গাঁজা ও দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ২২ ডিসেম্বর দুপরে সলঙ্গা থানার হাটিকুমরুল জাকস ফাউন্ডেশনের সামনে মাদক বিরোধী অভিযানে চালানো হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল থানার নিমধি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. হুমায়ূন কবির (৪২), একই থানার ইন্দ্রকুল গ্রামের মো. আলম সেখের ছেলে ড্রাইভার মো. আল আমিন (৩০), ভোলা জেলার চরফ্যাশন থানার চর ফ্যাশন গ্রামের মো. সিরাজ বেপারীর ছেলে মো. জুয়েল বেপারী (৩২) ও চাঁদপুর জেলার শাহারাস্থী থানার দোইয়ারা একাতরী গ্রামের ড্রাইভার মো. ফরিদ (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হাটিকুমরুল জাকস ফাউন্ডেশনের সামনে ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কের ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ২টি প্রাইভেটকার এবং নগদ ৪ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
No comments