Adsterra

চেলসির কাছে নিজ মাঠে হারলো টটেনহ্যাম

চেলসির কাছে নিজ মাঠে হারলো টটেনহ্যাম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বাজিমাত করলো চেলসি। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় তারা। এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে এখন টেবিলের দুইয়ে চেলসি।

ম্যাচে ফুল-ব্যাক মার্ক কুকুরেইয়ার দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি। খেলার পঞ্চম মিনিটে ডোমিনিক সোলাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান।

১৭তম মিনিটে কুকুরেইয়ার পাস ধরেই বক্সের বাইরে থেকে জোরাল শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

৫৯তম মিনিটে ইকুয়েডরের মিডফিল্ডার মোইজে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন পালমার।

৭৩তম মিনিটে চেলসির পালমারের দারুণ ড্রিবলে দুজনের বাধা এড়িয়ে তার নেওয়া শট রক্ষণে বাধা পায়। ফিরতি বলেই ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

১০ মিনিট পর বক্সে পালমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি। আরেকটি পেনাল্টি পেয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার নাটকীয় লড়াইয়ের শেষ দিকে ব্যবধান কমালেও আরেকটি গোলের দেখা আর পায়নি স্বাগতিকরা। ৪-৩ গোলে জয় তুলে নেয় এন্টসো মারেস্কার দল। আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করেন কোল পালমার।

২০২৪ সালে এই নিয়ে প্রিমিয়ার লিগে মোট ৩৮টি গোলে সরাসরি অবদান রাখলেন পালমার (২৫ গোল ও ১৩ অ্যাসিস্ট); প্রতিযোগিতার ইতিহাসে এক বছরের হিসেবে চেলসির কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ।

এবারের লিগে এই নিয়ে ১১টি গোল করলেন ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার

সাত মিনিট যোগ করা সময়ে আক্রমণের ঝড় তুলে শেষের আগের মিনিটে কেবল ব্যবধান একটু কমাতে পারেন সন হিউং-মিন।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

লিগে টানা চতুর্থ জয় পেল চেলসি। ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল।

চেলসির সমান ১৫ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।

তাদের সমান ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি।

ষষ্ঠ হারের পর ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে টটেনহ্যাম।

No comments

Powered by Blogger.