Adsterra

ভক্তের মৃত্যুতে আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা

ভক্তের মৃত্যুতে আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

প্রিয় তারকার জন্য মাঝে মধ্যেই ভক্তদের পাগলামি করতে দেখা যায়। এতে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়েন তারকারাও। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা! ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান অভিনেতার এক নারী।

এবার সেই ভক্তের মৃত্যুতে আইনি জটিলতায় পড়লেন আল্লু অর্জুন। শুধু নায়কই নয়, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে হায়দরাবাদ পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইন মেনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত বুধবার রাতে হায়দরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে আল্লু অর্জুনকে কাছ থেকে দেখতে ভিড় জমান ভক্তরা। তাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশও। থিয়েটারের সামনে অভিনেতা প্রবেশ করা মাত্রই পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে ভক্তদের উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মারা যান ৩৯ বছর বয়সী এক নারী ভক্ত। আহত হন অভিনেতার একাধিক ভক্ত। এমনকি ওই মৃত নারীর ৯ বছরের কন্যার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.