Adsterra

নাচোলে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

নাচোলে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেয়ারা বাগানের পাশের একটি ড্রেন থেকে কামরুল ইসলাম নামে (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল সাঁওতাল পাড়া এলাকার দক্ষিণ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও একই ইউনিয়নের ২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পেয়ারা বাগানেরা পাশের ড্রেনে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব না। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

No comments

Powered by Blogger.