Adsterra

গাড়িচাপায় বুয়েটশিক্ষার্থীর মৃত্যু। জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ ৫ দাবি সহপাঠীদের

গাড়িচাপায় বুয়েটশিক্ষার্থীর মৃত্যু,জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ ৫ দাব্‌ ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla

রাজধানীর পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা।  


মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় সহপাঠী মোতাসিম মাসুদের মৃত্যু ও আরও দুই সহপাঠীর আহতের ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন বুয়েট শিক্ষার্থীরা।


এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন- বিচার চাই বিচার চাই’, ‘আমার ভাই  মরলো কেন- জবাব চাই জবাব দাও’, ‘মদ্যপ চালকের শাস্তি চাই- আমার ভাইয়ের ন্যায়বিচার চাই’, ‘দুর্ঘটনা নয়-নৃশংস হত্যাকাণ্ড’, ‘মদ খেয়ে গাড়ি চালান-আর কত নিবেন জান’, ‘ক্ষমতার কোন ঠাঁয় নাই-মাসুদ হত্যার বিচার চাই’, ‘জাস্টিস ডিলেয়েড-জাস্টিস ডিনায়েড’, ‘ন্যায় নাকি ক্ষমতা-ন্যায়বিচার ন্যায়বিচার’, ‘সড়কে লাশের মিছিল আর কত’, ‘হত্যাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেবেন না’ ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন।


অভিযুক্তের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন।


তারা আনুষ্ঠানিকভাবে পাঁচটি দাবি জানিয়েছেন। দাবি গুলো হচ্ছে- 

১. যেকোনো মূল্যে এই হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।

২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে।

৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে।

৪. তদন্ত কার্যক্রমে বাধাপ্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 

৫. সড়ক দুর্ঘটনার কারণে আর কারো প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।


উল্লেখ্য, অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বুয়েটের মূল ফটক থেকে শুরু হয়। এরপর পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বুয়েটের ৬ নং গেট দিয়ে ঢুকে পুনরায় বুয়েটের মূল ফটকে এসে শেষ হয়।

No comments

Powered by Blogger.