সমলিঙ্গ যৌনতায় এইডসের ঝুঁকি সবচেয়ে বেশি
বিশ্বজুড়ে সমলিঙ্গ যৌনাচার নিয়ে তোলপাড়। বিকৃত এই যৌনাচারের বৈধতার জন্য যেমন আন্দোলন চলছে, তেমনি এর বিরুদ্ধে সরব সুস্থ-স্বাভাবিক প্রজন্ম ও ভবিষ্যত প্রত্যাশীরা। এলজিবিটিকিউআই+ (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এবং ক্যুয়ের, ইন্টার-সেক্স) নিজেদের এই বিকৃত মানসিকতা সমাজে বাস্তবায়নের জন্য সর্বত্র কূটচাল অব্যাহত রাখছে। চালাচ্ছে আইনি লড়াই। প্রতিবেশী দেশ ভারতে সমলিঙ্গ যৌনাচারের বৈধতা দেওয়া হয়েছে।
বিকৃত এই যৌনাচারে লিপ্ত ব্যক্তিদের একটা বৃহৎ অংশের মধ্যে স্বাস্থ্য সচেতনা নেই বললেই চলে। রোগব্যাধি নিয়ে বড্ড উদাসীন। এমনকী এইচআইভি বা এইডস নিয়েও যথেষ্ট সেনিটাইজেশন নেই বলে মনে করেন গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ডা. অনির্বাণ দোলুই বলেন, ‘এইডসের ইতিহাসে প্রথমবার এক হোমোসেক্সুয়াল যুগলের মধ্যেই পাওয়া গিয়েছিল। সুতরাং শুধুমাত্র পুরুষ ও নারীর যৌন মিলনেই এইচআইভি হয়, এই ধারণাটা ভুল। বরং পুরুষ থেকে পুরুষ কিংবা নারী থেকে নারীর মধ্যেও এই ভাইরাস ছড়ায়। আরও স্বাভাবিকভাবেই সমলিঙ্গ যৌনাচারে এইচআইভি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। এটাও দেখা গেছে, অ্যানাল সেক্সের মাধ্যমে এইচআইভি ছড়ায় দ্রুত।’
কীভাবে পুরুষ থেকে পুরুষে ছড়িয়ে পড়ে এইচআইভি?
১. রক্তের মাধ্যমে
২. সিমেনের মাধ্যমে
৩. প্রি সেমিনাল ফ্লুইডের মাধ্যমে
৪. রেক্টাল ফ্লুইডের মাধ্যমে
এক্ষেত্রে পায়ুপথ, মুখ ও লিঙ্গের ভেতরে সংক্রমিত ফ্লুইড পৌঁছে গেলেই এইচআইভি হওয়ার আশঙ্কা বাড়ে।
নারী থেকে নারীর মধ্যে এইচআইভি ছড়ায় কীভাবে?
লেসবিয়ানদের মধ্যেও এইচআইভি ছড়িয়ে পড়তে পারে। তবে সেই ঘটনার সংখ্যা খুব কম। এক্ষেত্রে সেক্স টয়ের মাধ্যমে বা সেক্সের সময় কোনও কারণে দু’জনের রক্ত সংস্পর্শে এলে এই অসুখ ছড়িয়ে পড়তে পারে।
No comments