Adsterra

কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী

কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত জীবনে জড়িয়েছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুই নায়িকার সঙ্গেই প্রেম ও পরিণয়। সন্তানের বাবাও হয়েছেন শাকিব। কিন্তু কারও সঙ্গেও টেকেনি নায়করে সংসার জীবন। অন্যদিকে দুই ছেলের জন্মের পর অপু-বুবলী দুজনের সঙ্গেই দূরত্ব তৈরি হয় শাকিবের।

নায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে অবনতির রেশ ধরে মাঝে মধ্যেই ভার্চুয়াল দ্বন্দ্বে মেতে ওঠেন অপু-বুবলী। যা বিভিন্ন সময়ে তাদের কথা-বার্তা, আচরণেও প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে একে অপরকে নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন তারা।

কয়েকদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বলেন, আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।

কাকে যোগ্য মনে করছেন না অপু, তা ইতোমধ্যে বুঝে নিয়েছেন নেটিজেনরাও। বুবলীর নাম না উল্লেখ করে আবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তিনি। তবে সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে এত দিন কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। কিন্তু এবার সরব হলেন বুবলী। নেটমাধ্যমে নায়িকার দেওয়া একটি পোস্টে যেন ইঙ্গিত পাওয়া গেল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে নিজের তিনটি ছবি শেয়ার করেন বুবলী। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘ইন দ্য ফেস অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ অর্থাৎ, অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব। পোস্টের মাধ্যমে বুবলী বুঝিয়ে দিলেন, আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চান না তিনি।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব। কিন্তু সেই সংসারও ভেঙে গেছে তার।

No comments

Powered by Blogger.