বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় ও গান দুটিই সমান তালে চলে তার।
২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন তিনি। কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে তিনি সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি এই নায়িকা।
এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন নুসরাত ফারিয়া। রোববার (২২ ডিসেম্বর) সকালে বিয়ের বিষয়ে একটি পোস্ট করেন এই নায়িকা। তিনি পোস্ট দিয়ে স্পষ্ট জানান দিয়েছেন বিয়ে নিয়ে চিন্তিত না এখন।
সেই ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া তিনি লিখেছেন, জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।
তিনি আরও বলেন, কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।
এদিকে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যেখানে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ পরিষ্কার করেছেন ফারিয়া।
ফারিয়া বলেন, দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়।
No comments