ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মৃত্যুতে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রুহুল আমিন মোল্লা শাহবাগ থানায় মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে ট্রাকচালক মো. বেল্লাল হোসেন ও তাঁর সহকারী ফরহাদ হোসেনকে। ঘটনার পর ছাত্র-জনতা ঘাতক ট্রাকচালক বেলাল ও তাঁর সহকারী ফরহাদকে ট্রাকসহ আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণীতে বলা হয়, বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলাকালে নয়ন ডেলিভারি হোজ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন গুলিস্তান থেকে কাওরান বাজারগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আজ দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর প্রাঙ্গণে সোহানুর জামান নয়নের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল অংশগ্রহণ করেন।
No comments