আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর
নরসিংদীর মাধবদীতে ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাধবদী থানায় ঘটনা ঘটে। তবে হামলা করলেও অভিযুক্তকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে হামলাকারীরা।
খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে সাংবাদিকদের কাছে হামলার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিম উল্লাহ।
জানা যায়, গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেনকে আটক করে থানা পুলিশ। পরে আজ সোমবার বিকেলে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেনকে ছাড়াতে মাধবদী থানায় হামলা চালায় মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের সমর্থকরা। ওই সময় তারা ইটপাটকেল ছুড়ে থানার জানালার গ্লাসসহ বেশকিছু স্থানে ভাঙচুর চালায়। পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজাতে থাকা অভিযুক্ত তানবিরকে ছাড়িয়ে নিতে পারেনি হামলাকারীরা।
এ বিষয়ে জানতে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতকারী থানার গেটে হামলা করেছিল। আমরা সতর্ক ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিম উল্লাহ বলেন, গতরাতে ডাকাতি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। আমরা ধারণা করছি, এই দুটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাঙচুর করে।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
No comments