Adsterra

রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী

রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla

অনেক সময় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তারকারা। প্রায় নয় বছর আগে এমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

ওই সময় ভীষণ ভেঙে পড়েছিলেন মাহিরা। সম্পতি ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী জানালেন, সেই সময়টা কিভাবে সামাল দিয়েছিলেন তিনি।

জানা গেছে, বছর ৯ আগে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘রইস’সিনেমা করার পর ভারতে ব্যাপক জনপ্রিয়তা পান মাহিরা। কিন্তু পর পর এমন কিছু ঘটনা ঘটে যায় যে, বলিউডে আর ছবি করে ওঠা হয়নি তারর। যার মধ্যে সব থেকে বিতর্কিত ছিল রণবীরের সঙ্গে মাহিরার ধূমপানের ভিডিও। সঙ্গে নজরে আসে অভিনেত্রীর পিঠে কামড়ের দাগ।

ঊরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয় ভারতে। ফলে শিল্পীদের ভারতে এসে কাজ করার পথ বন্ধ হয়ে যায়। একই সময় রণবীরের সঙ্গে ওই ছবি প্রকাশ্যে আসায় আরও যেন ভেঙে পড়েছিলেন মাহিরা।

সেই ধূমপানের ছবিটি নাকি নিউইয়র্কে তোলা। একটি হোটেলের বাইরে একান্ত যাপন করছিলেন রণবীর-মাহিরা। অভিনেত্রীর পরনে সাদা পিঠ খোলা জামা, এলোমেলো চুল। অন্যদিকে রণবীরের পরনে ছিল ট্র্যাক প্যান্ট ও টি-শার্ট। হোটেলের বারান্দায় ধূমপান করছেন দুজনে। তবে এই ছবিতে সবার নজর কাড়ে মাহিরার পিঠে কামড়ের দাগ। আর সেই নিয়ে শুরু হয় নানান জল্পনা।

এ প্রসঙ্গে মাহিরা বলেন, ছবি নিয়ে মানুষের সমালোচনায় ভেঙে পড়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কীভাবে সামাল দেব। একটা সময় রাতভর কেঁদে কাটিয়েছি। সময়টা কঠিন ছিল আমার জন্য। কিন্তু আমি সেই সময়টা একা পার করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

অভিনেত্রী আরও বলেন, সেই বছরটা অদ্ভুত একটা সফরের মধ্য দিয়ে গেছে। একে আমার বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে, তার পর ছেলেকে একা হাতে মানুষ করছি। ওদিকে প্রতিবেশী দেশের পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বড্ড কঠিন ছিল সময়টা। তবে সেভাবে কাউকে বুঝতে দিইনি। সেই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গেছে। দ্বিতীয়বার ঘর বেঁধেছেন মাহিরা। রণবীরও এখন সংসারী।

No comments

Powered by Blogger.