Adsterra

ফারুকীর ‘৪২০’ পর্দায় ফিরছে ‘৮৪০’ হয়ে

ফারুকীর ‘৪২০’ পর্দায় ফিরছে ‘৮৪০’ হয়ে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘৪২০’। ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এটি।

এবার লম্বা বিরতির পর ‘৪২০’ নয়, ‘৮৪০’ হয়ে পর্দায় ফিরছে সিরিজটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন ফারুকী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেছেন তিনি। ঢাকার একটি রাজপথের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, খুব শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় এই সিরিজটি।

ক্যাপশনে উপদেষ্টা লিখেছেন, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’র ডাবল-আপ ‘৮৪০’।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রসঙ্গত, ১৭ বছর আগে নিজের লেখা ও পরিচালনায় টিভি সিরিজ ‘৪২০’ নির্মাণ করেন উপদেষ্টা ফারুকী। এ সিরিজে অভিনয় করেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান মোশাররফ করিমসহ কয়েকজন তারকা। দীর্ঘ সময় পর আবারও প্রচারে আসছে সিরিজটি।

No comments

Powered by Blogger.