Adsterra

ফিরে দেখা ২০২৪ । আলোচিত ১২ ব্যক্তিত্ব কারা

ফিরে দেখা ২০২৪,  আলোচিত ১২ ব্যক্তিত্ব কারা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বছরজুড়ে অনেক ঘটনা, আবার ঘটনাকে ছাপিয়ে নজর কেড়েছেন অনেক তারকা, কেউ আবার ঘটনার কল্যাণেই হয়ে উঠেছেন মনোযোগের কেন্দ্রবিন্দু। জেনে নেওয়া যাক ২০২৪ সালের দেশ–বিদেশের আলোচিত ১২ ব্যক্তির কথা।


বাংলাদেশ

সৈয়দ জামিল আহমেদ, নাটক থেকে শিল্পকলার মহাপরিচালক

গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ‘এই প্রতিষ্ঠানটা যদি ভেঙে যায়, তাহলে ছারখার হয়ে যাবে। এই জায়গাটাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণে রাজি হয়েছি,’ দায়িত্ব গ্রহণের পর প্রথম আলোকে বলেছিলেন তিনি।

সৈয়দ জামিল আহমেদ দায়িত্ব নেওয়ার পর যাত্রা উৎসব থেকে শুরু করে যন্ত্রসংগীত উৎসব, নাটক, গণ-অভ্যুত্থানের গান, নাট্য প্রদর্শনী, সাধু মেলা, কাওয়ালি, ভাস্কর্য প্রদর্শনীসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে শিল্পকলা একাডেমি।


মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকীর প্রধান পরিচয় তিনি একজন নির্মাতা। চলতি বছরও তাঁর দুটি প্রকল্প মুক্তি পেয়েছে। তবে গত ১০ নভেম্বর তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন পরিচয়। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন তিনি। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান’, ‘তারুণ্যের উৎসব’সহ সাতটি অগ্রাধিকার কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।


শাকিব খান, বক্স অফিসে ‘তুফান’

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর ‘তুফান’। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশে আলোচিত হন শাকিব খান।

বক্স অফিসেও তুফান তোলে ‘তুফান’। ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স জানায়, ছবিটি তাদের ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। গত দুই দশকে মাল্টিপ্লেক্সটির সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘তুফান’।  


মেহজাবীন চৌধুরী, তিন মাধ্যমেই উজ্জ্বল

‘তিথিডোর’, ‘আরারাত’, ‘ফরগেট মি নট’ থেকে ‘প্রিয় মালতী’—চলতি বছর টেলিভিশন, ওটিটি আর বড় পর্দা—তিন মাধ্যমেই দুর্দান্ত কাজ করেছেন মেহজাবীন চৌধুরী।

হতাশ তরুণী নিশাত, সম্পর্কের টানাপোড়েন জেরবার অর্থি বা অন্তঃসত্ত্বা মালতীর চরিত্রে বছরটিকে স্মরণীয় করে রেখেছেন এই অভিনেত্রী। এ ছাড়া টরোন্টো, বুসান, রেড সি উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর আরেক সিনেমা ‘সাবা’।


হান্নান, গান গেয়ে জেলে

‘আওয়াজ উডা’ গেয়ে ব্যাপক পরিচিতি পান তরুণ র‍্যাপার হান্নান। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই প্রকাশের পর থেকেই গানটি ভাইরাল, অসংখ্য মানুষের মনের কথা হয়ে ওঠে এই গান।

এর মধ্যেই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলার পর তাঁকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পান এই তরুণ র‍্যাপার।


বাকি বিশ্ব

এ আর রাহমান, গুঞ্জন ছাড়াই খবর সত্যি

এ আর রাহমানের দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো গুঞ্জনও শোনা যায়নি এত দিন। তাই গত নভেম্বরে স্ত্রী সায়রা বানুর সঙ্গে তাঁর বিচ্ছেদের ঘোষণা ভক্ত-অনুসারীদের চমকে দিয়েছিল। প্রায় তিন দশকের দাম্পত্য জীবন শেষে আলাদা হয়ে যাওয়ার পথে রয়েছেন তাঁরা। বিচ্ছেদের ঘোষণায় তাঁরা জানিয়েছেন, অনেক চেষ্টা করেও নানা বিষয়ে মতপার্থক্য মিটিয়ে নিতে পারেননি তাঁরা।


টেলর সুইফট, ইরাস ট্যুরে ইতিহাস

২০২৪ সালে সর্বকালের সবচেয়ে আয় করা কনসার্ট দ্য ইরাস ট্যুর শেষ করেছেন টেলর সুইফট। দুই বিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয় এই ট্যুর থেকে।


টেলর সুইফট

ট্যুরের কনসার্ট সিনেমা ব্যবসা করেছে ২৬১.৭ মিলিয়ন ডলার, হয়ে উঠেছে সর্বকালের সেরা ব্যবসাসফল কনসার্ট সিনেমা। এই ট্যুরের সাংস্কৃতিক প্রভাবও ব্যাপক। বলা হচ্ছে, ইরাস এই শতকের সবচেয়ে প্রভাব বিস্তারকারী কনসার্ট ট্যুর।


তৃপ্তি দিমরি, শাহরুখ-দীপিকার চেয়েও জনপ্রিয়

‘কলা’ আর ‘বুলবল’—ওটিটির এই দুই প্রকল্পে তাঁর অভিনয় সমালোচকদের মন ভরিয়েছে। আবার আইটেম গান আর সিনেমায় সাহসী উপস্থিতি পৌঁছে দিয়েছে সাধারণ দর্শকের কাছে। তৃপ্তি দিমরি এমন এক শিল্পী, যার মধ্যে অভিনয় আর গ্ল্যামারের এক আশ্চর্য সমন্বয় আছে।

তাই ২০২৪ সালে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির করা তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হয়েছেন এই তরুণ তুর্কি, পেছনে ফেলেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনদের মতো তারকাদের।


জুটি

নিলয়-হিমি, ভিউ জাদুকর

নিলয় আলমগীর আর জান্নাতুল সুমাইয়া হিমির জুটি যে কতটা জনপ্রিয়, সেটা বুঝতে ইউটিউবে তাঁদের যেকোনো নাটক দেখুন। মুক্তির পরেই লাখো ভিউ, হাজারো ভক্ত-অনুসারীর প্রশংসাসূচক মন্তব্য পাওয়াটা যেন অভ্যাসে পরিণত করেছেন এই জুটির।

চলতি বছর নানা বাস্তবতায় নাটকের পরিস্থিতি তেমন ভালো ছিল না। তবু ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া শীর্ষ ১০ নাটকের প্রথম ৪টিই নিলয়-হিমির! এ চার নাটকের মোট ভিউ ১৬ কোটি ২১ লাখের বেশি।


বেন অ্যাফ্লেক-জেনিফার লোপেজ, কেন তবে পুনর্মিলন

বছরের শুরু থেকেই বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের দাম্পত্য কলহ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। খবরটি সত্যি হয় পরে, গত ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি আদালতে বেনের বিরুদ্ধে যখন বিচ্ছেদের আবেদন করেন লোপেজ।

২০০২ সালে তাঁদের প্রথম বাগ্‌দান হয়। এরপর বিচ্ছেদ, অতঃপর পুনর্মিলন। কিন্তু ২০২২ সালে বিয়ের পর সংসার টিকল মোটে দুই বছর। বিয়ের পর বেন বা লোপেজের কোনো ছবিই সেভাবে সাফল্য পায়নি। এমনকি চলতি বছরের গ্রীষ্মে পূর্বনির্ধারিত কনসার্ট ট্যুরও স্থগিত করেন লোপেজ। গণমাধ্যমের খবরে প্রকাশ, পারিবারিক কলহের জেরেই কনসার্টটি স্থগিত করেন তিনি।

No comments

Powered by Blogger.