Adsterra

রাশমিকার চুড়িতে যেভাবে আহত হন আল্লু অর্জুন

রাশমিকার চুড়িতে যেভাবে আহত হন আল্লু অর্জুন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সুকুমার পরিচালিত ‘পুষ্পা’সিনেমা মুক্তির পর ঝড় তুলেছিল বক্সঅফিসে। সিনেমায় ‘পুষ্পা’ও ‘শ্রীবল্লী’চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন আল্লু অর্জুন-রাশমিকা।

প্রথম কিস্তি মুক্তির তিন বছর পর পর্দায় এলো সিনেমাটির দ্বিতীয় পার্ট ‘পুষ্পা টু’। এবারও বাজিমাত করেছে সিনেমাটি। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন সূচনা করেছে এটি। মাত্র ২০ দিনে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’আয় করেছে ১৫২৬.৯৫ কোটি রুপি।

‘পুষ্পা টু’ মুক্তির আগেই সিনেমার ‘পিলিংস’ গানটি প্রকাশ করেন নির্মাতারা। এতে আল্লু অর্জুনের কোলে উঠে নাচতে দেখা যায় রাশমিকাকে। গানটির শুটিং করার সময়ে অভিনেতাকে আহত করেছিলেন রাশমিকা।

ভারতীয় গণমাধ্যেম বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একদিন নাচের স্টেপ অনুশলীন করছিলাম। হঠাৎ আমার হাতের চুড়ির আঘাত লাগে আল্লু অর্জুনের হাতে এবং সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়। আমার ভীষণ খারাপ লাগছিল। দ্রুত তার হাতের কাটা অংশ চেপে ধরি আমি।

অভিনেত্রী আরও বলেন, হাতে ব্যান্ডেজ লাগানোর পর আমি তার হাতের দিকে তাকিয়ে ছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘ওকে...এটা নাচ, এমনটা ঘটতেই পারে।’কিন্তু আমি তাকে আঘাত দিতে চাইনি।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রসঙ্গত, ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্সও দাগ কেটেছে দর্শকদের। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। এতে আল্লু অর্জুন, রাশমিকা এবং ফাহাদ ছাড়া আরও অভিনয় করেছেন, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ প্রমুখ।

No comments

Powered by Blogger.