হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রি, জরিমানা
দিনাজপুরের হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই ভ্যান মালামাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অমিত রায়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ভ্যানে করে যৌন উত্তেজক সিরাপ বিক্রি করা হচ্ছে এমন সংবাদে উপজেলার আলীহাট ইউনিয়নে উপস্থিত হয়। পরে ঘটনার সতত্য মিলে এবং ড্রাগ লাইসেন্স না থাকার কারণে ওষুধ ও কসমেট্রিকস ২০২৩ এর ৭০ ধারা মোতাবেক জব্দকৃত মালের মালিক নবাবগঞ্জ উপজেলার পাকুড়িয়া গ্রামের শামসুদ্দীকে ৩০ হাজার টাকা জরিমানা অন্যথায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
No comments