Adsterra

৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল

৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চলতি মৌসুমে রীতিমতো উড়ছে লিভারপুল। দুর্দান্ত ফুটবল খেলে চ্যাম্পিয়নস লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আর্না স্লটের দল। সবশেষ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোল করে লিভারপুল। আর বিরতির তিনটি। শেষ দিকে টটেনহ্যাম অল্প সময়ের ব্যবধানে দুটি গোল করলেও, হার এড়াতে পারেনি। এই জয়ে শীর্ষস্থান মজবুত করল সালাহরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। প্রথম ২০ মিনিটেই গোলের জন্য আটটি শট নেয় তারা। একচেটিয়া চাপ ধরে রেখেই ২৩তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস বক্সে পেয়ে ডাইভিং হেডে গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস।

৩৬তম মিনিটে কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন মাক আলিস্তের। বাঁ থেকে অ্যান্ডি রবার্টসনের ক্রস বক্সে পেয়ে ঠিকমতো হেড করতে পারেননি সোবোসলাই, তার সঙ্গে লাফিয়ে ওঠা টটেনহ্যামের খেলোয়াড়ও পারেননি ক্লিয়ার করতে। গোলমুখে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার।

৪১তম মিনিটে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিজেদের সীমানায় মাক আলিস্তের পজেশন হারালে, বল ধরে ২০ গজ দূর থেকে শটে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার।

পাঁচ মিনিটের মধ্যেই অবশ্য ফের দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠে হেডে সালাহকে বল বাড়িয়ে এগিয়ে যান সোবোসলাই, ছুটে যান সালাহও। এরপর সতীর্থের থেকে ফিরতি পাস বক্সে পেয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাই। এতে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান বাড়ান সালাহ। ৫৪তম মিনিটে কোডি হাকপোর গোলমুখে বাড়ানো বল ক্লিয়ার করতে পারলেন টটেনহ্যামের এক ডিফেন্ডার, আলগা বল পেয়ে কাজে লাগাতে পারলেন না সোবোসলাই, এরপর ফাঁকায় বল পেয়ে আর ভুল করেননি সালাহ।

এবারের লিগে সালাহর এটি ১৪তম গোল। ছাড়িয়ে গেলেন গোলদাতার তালিকায় এতদিন যৌথভাবে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডকে।

সাত মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যান সালাহ। এই গোলেও জড়িয়ে আছে সোবোসলাইয়ের নাম। তার পাস বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে জালে পাঠান মিশরের স্ট্রাইকার। ৭২তম মিনিটে দমিনিক সোলাঙ্কির একটু উঁচু করে বাড়ানো বল বক্সে পেয়ে ভলিতে জালে পাঠান দেইয়ান কুলুসেভস্কি।

তবে এই গোলের পর স্বাগতিকদের তেমন উচ্ছ্বাস ছিল না। কারণ ব্যবধান যে অনেক বড়। ৮৩তম মিনিটে ব্রেনান জনসনের হেডপাস ছয় গজ বক্সের মুখে পেয়ে হাফভলিতে ব্যবধান আরেকটু কমান ইংলিশ ফরোয়ার্ড সোলাঙ্কি।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

৮৫তম মিনিটে ফের তিন গোলে এগিয়ে যায় লিভারপুল। সালাহর ছোট করে বাড়ানো থ্রু বল বক্সে ধরে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জাল পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস। ফল নিয়ে অনিশ্চয়তাও তাতে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ে ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। আর ৩৩ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। টটেনহ্যাম ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।

No comments

Powered by Blogger.