Adsterra

‘প্রিয় মালতী’ হয়ে প্রেক্ষাগৃহে আসছেন দশর্কপ্রিয় মেহজাবীন

প্রিয় মালতী হয়ে প্রেক্ষাগৃহে আসছেন দশর্কপ্রিয় মেহজাবীন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglades

কবে বড়পর্দায় পা রাখবেন ছোটপর্দার বড় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী? অসংখ্যবার এমন প্রশ্ন শুনতে হয়েছে তার নিজেকেও। অভিনয়ে ১৪ বছর কাটানোর পর চলতি বছরে নিজের প্রথম সিনেমার ঘোষণা দেন ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ খ্যাত জননন্দিত এই অভিনেত্রী।


চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মেহজাবীন জানান, তার প্রথম সিনেমার নাম ‘সাবা’! এরইমধ্যে ছবিটি টরন্টো, বুসানসহ বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে। তারমধ্যেই নতুন ছবি ‘প্রিয় মালতী’র ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন মেহজাবীন!


শুধু তাই নয়, এই ছবিটিও এরইমধ্যে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এও প্রদর্শীত হয়েছে। এবার দেশের মানুষকে ছবিটি দেখাতে চান ‘প্রিয় মালতী’ সংশ্লিষ্টরা! যে ছবিটির মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে অভিষিক্ত হচ্ছেন বহু জনপ্রিয় নাটকের এই তারকা অভিনেত্রী!


‘প্রিয় মালতী’ যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্লাটফর্ম চরকি। ৫ ডিসেম্বর সকাল ১১টায় এসেছে সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়– ‘প্রিয় মালতী শীঘ্রই মুক্তি পাচ্ছে সিনেমা হলে। মুক্তির তারিখ ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে, চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে পারে ছবিটি।


শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়। দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতি কাতর হয়ে পড়েন মেহজাবীন। তার মনে পড়ে যায় ক্যারিয়ারের শুরুর দিকের কথা।


বলেন, “শুরু থেকেই দর্শকরা আমার পাশে ছিলেন। আমি যখন নতুন, তখন থেকে এখন পর্যন্ত, যত গল্প, যত চরিত্র, প্রায় সবগুলোই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তাদের ভালোবাসার জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমার বিশ্বাস, দর্শকরা আমার সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে আসবেন এবং পছন্দ করবেন।”


‘প্রিয় মালতী’র মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও অভিষিক্ত হচ্ছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সবাই কানেক্ট করতে পারবেন। নির্মাতা বলেন, ‘সময়টা অন্যরকম। সবখানেই সংস্কার চলছে। আমার সিনেমাতেও সংস্কারের আবেদন অন্তর্নিহিত আছে। আশা করছি দর্শকরা সিনেমাটি দেখার পর ভাববেন এবং সবার ভালো লাগবে।’


সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।

No comments

Powered by Blogger.