Adsterra

তবে কি ভেঙে গেল সুহানা-অগস্ত্যর প্রেম

তবে কি ভেঙে গেল সুহানা-অগস্ত্যর প্রেম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বলিউডে তারকাদের প্রেমে পড়ার ব্যাপারটা নতুন কিছু নয়। আজ এর সঙ্গে প্রেম তো কার ওর সঙ্গে। এখন সিনেমা পাড়ায় চলছে স্টারকিডদের প্রেম! দীর্ঘদিন ধরেই অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ কন্যা সুহানার নন্দার প্রেম জমে ক্ষীড়।

শাহরুখ-অমিতাভের ভক্তরা ধরেই নিয়েছিলেন, হয়তো পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন বচ্চন ও খান পরিবার। কিন্তু সেই আশায় যেন গুড়েবালি! গুঞ্জন উঠেছে, বর্তমান সময়ের চর্চিত এই লাভ বার্ডসের প্রেম নাকি ভাঙতে বসেছে। আর তাই আলাদা হয়ে ক্রিসমাস সেলিব্রেশন করলেন তারা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, এবার দুজন দুই জায়গাতে পার্টি করেন সুহানা-অগস্ত্য। তারকাদের জন্য নিজ বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জোয়া আখতার। সেখানে শহিদ কাপুর থেকে শুরু করে ফারহান আখতার, জাভেদ আখতার, ঈশান খাট্টরের মতো তারকারা হাজির হন। আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। অন্যদিকে অমিতাভের নাতি অগস্ত্য গিয়েছিলেন কাপুরদের বড়দিনের পার্টিতে।

পার্টিতে অগস্ত্য-সুহানার আলাদা অবস্থান নিয়ে তাদের প্রেম ভাঙার জল্পনায় মেতেছেন নেটিজেনরা। এর পেছনে অবশ্য কিছু কারণও রয়েছে। যেমন, কয়দিন আগে সালমান খানের বাড়ির একট অনুষ্ঠানেও আলাদা আলাদা আসেন সুহানা-অগস্ত্য। আর সে থেকেই ভাঙনের জল্পনা শুরু, সম্পর্ক গভীর হওয়ার আগেই কি ভেঙে যাচ্ছে দুজনের প্রেম?

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

প্রসঙ্গত, ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সুহানা-অগস্ত্যর। শোনা যায় সেখান থেকেই দুজনের প্রেমের শুরু। জয়া বচ্চনের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে সুহানাকে দেখার পর থেকেই চর্চায় আসে তাদের প্রেম।

No comments

Powered by Blogger.