Adsterra

আকাশের ঠিকানায় চিঠি

আকাশের ঠিকানায় চিঠি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

সবাই আমারে জোর কইরা বিশাল খাটে ঘুমের ওষুধ দিয়া রাত দিন ঘুম পাড়ায় রাখে। তুমি মাটিতে ঘুমাও। ওরা আমারে তোমার কাছে যাইতে দেয় না। আমি হাট কাইটা মরতে গেলে হাতটা নিয়া বান্ধা রাখেস্যাভলন খাইয়া ফেললে হসপিটালে আইসিইউ তে নিয়া ফালায় রাখে। আমার হাতদুইটা তোমার খুব বেশি প্রিয় ছিলো।তোমার প্রিয় হাতরে সুঁচ দিয়ে খোচাইতে খোচাইতে দাঁগ কইরা দিছে। এরা কিছু বোঝেনা। তোমার কাছে আমারে যাইতে দেয় না। দিন ভইরা মুখে খাবার ঠাসতে থাকে আর আমি বমি করি। এরা তো জানেনা আমরা জন জনের সাথে কথা না বলে কোনদিন খাই নাই। মাঝে মাঝে তো আমার তোমার সামনে ভিডিও কলে বসে খাওয়া লাগতো। পৃথিবীর টা মানুষ প্রেম বোঝে না। বুঝলে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিতো। চারদিকে এতো এতো স্মৃতি ক্যান তোমার? রাতে তোমার ছবিটা একবার দেখাইয়া আম্মু ফোন লুকায় রাখে আর সকালে দেয় তুমি সারারাত বার কেন ফোন দাও না আমারে? মনে পড়ে আবিরআমরা কে কাকে করোবার ফোন দিতে পারে, এই খেলা টা খেলতাম। সবসময় আমি জিততাম। তুমি ২০০ বার দিলে আমি দিতাম ২০১বার। আগে যখন আমি আর তুমি এক পলকে জনের চোখের দিকে তাকিয়ে থাককামতখন আমি জিততাম। তোমার চোখে পানি এসে যেতো। অথচ এখন আমি যখন তোমার ছবির সাথে খেলাটা খেলি,,, আমি হেরে যাই। তোমার ছবির তো পলক পড়ে না। কি দরকার ছিলো এতোকিছুর বলতোভালোবাসা আর ঝগড়া দিয়ে তো আমাদের সংসার বেশ ভালোই চলছিলো। কেন সব শেষ করে দিয়ে চলে গেলেআবির মনে পড়ে সেই দিনের কথা?? হলের পানিতে কেঁচো পাওয়া গেলো,, ওইদিন পরিস্কার করা হলো,,সবাই ওই পানি খাচ্ছেকিন্তু তুমি সেই ঢাকা থেকে আমার জন্য লিটার পানি বয়ে এনে বললেখবরদার হলের পানি খাবা না। সবাই কি হাসাহাসি এটা নিয়ে। একসাথে বাড়ীতে আসতাম আমরা। সারারাস্তা আমি ঘুম।আর তুমি আমার ঘুম যাতে না ভাঙ্গে, মাথায় যাতে ব্যাথা না পাই সেযন্য সারাপথ না ঘুমিয়ে তোমার বুকে আমার মাথাটাকে চেপে রাখতে। গতোমাসের সীতাকুন্ডে যাওয়ার পথে আমি তোমারে ধরে দাড়ায় দাড়ায় ঘুমাইছি। সংসদ ভবনের সামনের সেই ভিখিরীটার কথা মনে আছেযে বলেছিলোআমাদের প্রথম বাচ্চা নাকি ঠিক তোমার মতোন রাজপুত্র দেখতে হবে।

এতো ভালো কেন বাসছিলাচলে যাবার আগে এতো মানুষ থাকতে আমাকেই কেন ফোন দিছিলা?? আমি তো নিজেরে ক্ষমা করতে পারতেছি না। আমি কেন কিছু বুঝলাম নাতোমার সাথে আমার শেষ কথাটা ছিলোরাসা প্লীজ আরেকটু কথা বলিকথাটায় যে এতো মায়া আমি তো আগে বুঝিনি। সারাক্ষন মাথায় এই লাইন টা ঘোরে।
এখন কি আর সম্ভব না আরেকটু কথা বলা?
আমি অনেক অন্যায় করছি তোমার সাথে আবির। মাফ করতে হবে না আমাকেশুধু তোমার পায়ে পড়ি, আমাকে তোমার কাছে নিয়ে যাও। বড্ড দমবন্ধ লাগে আমার ইদানিং। 
ভালোবাসি অনেক।


ইতি- রাশা

No comments

Powered by Blogger.