নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে নিজ বাড়িতে পৌঁছায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের মরদেহ। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে নেয়া হয় নয়নের মরদেহ। দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাত্রা শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।
নয়নের কফিনবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে একনজর দেখার জন্য বাড়িতে জড়ো হতে থাকেন গ্রামবাসী। পুরো বাড়িতে তৈরি হয় আহাজারি, কান্নার রোল। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ নামানোর পর তাকে একনজর দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার।
পরে বাড়ির পাশের একটি মাঠে তার জানাজা আয়োজন করা হয়। সেখানে নয়নের বাবা আক্তারুজ্জামানসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে নামে। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটি গিয়েছিলেন স্পেশাল ইউনিটের সদস্য নয়নও। যুক্ত হয়েছিলেন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তার উল্টো পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
তবে রাত পোহাইলেই সকালেই ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল নয়নের। রাতেই ব্যাগও গুছিয়ে রেখেছিলেন জানিয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাজিব বলেন, গত রাতে আমরা একসঙ্গে খাবার খেয়েছি। একসঙ্গে ভলিবলও খেলেছি। রাতে সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক ড্রাইভার ১০ জন সদস্য নিয়ে মিনিবাসে করে এখানে আসেন। আমরা ১০ মিনিট পরে আসি। নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসা দাবি করা হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর পৌনে ১২টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হন।
No comments