Adsterra

রাজের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদলেন কৌশানী

রাজের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদলেন কৌশানী, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বড়দিনে বক্স অফিসে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ‘সন্তান’ সিনেমা। এসময় হলে সিনেমা দেখতে এক ঝাঁক তারকাদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি । উপস্থিত চিত্রগ্রাহকদের আবদারে এক সঙ্গে ছবি তোলেন।

অনুরাগীদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায় তাদের। সিনেমা দেখে বের হওয়ার পরে রাজের সঙ্গে দেখা হলে নিজেকে আর ধরে রাখতে পারেননি কৌশানি, কান্নায় ভেঙে পড়েন।

মুহূর্তের মধ্যে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যেখানে কান্নারত অবস্থায় নিজেকে সামলাতে পরিচালকের কাঁধে মাথা রাখতে দেখা যায় তাকে। বনি তত ক্ষণে আরও জোরে আঁকড়ে ধরেছেন প্রেমিকার হাত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কান্নারত অবস্থার ছবি না তোলার অনুরোধ জানান চিত্র সাংবাদিকদের। সিনেমায় মা-বাবার সঙ্গে এই প্রজন্মের দূরত্ব দেখিয়েছেন রাজ। দেখিয়েছেন, কেন কীভাবে প্রতি মুহূর্তে একা হয়ে যাচ্ছেন বাবা-মা। হয়ত খুবই চেনা গল্প, কিন্তু প্রাসঙ্গিক।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

উল্লেখ্য, ২০১৫ সালে বনির নায়িকা হয়ে টলিউডে আত্মপ্রকাশ করেন কৌশানি। তখনই বনি সেনগুপ্ত সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এরপর দু’জন একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। প্রেম নিয়ে কখনো লুকোছাপা করেননি। সবসময় খুল্লামখুল্লা প্রেম করেছেন। ভক্তদের প্রত্যাশা, তাদের সম্পর্ক দ্রুতই ঠিক হয়ে যাবে।

No comments

Powered by Blogger.