গ্লোবাল সুপার লিগে সৌম্যর অনন্য কীর্তি
ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। এই টুর্নামেন্টে রংপুরকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছেন সৌম্য সরকার। সেই সঙ্গে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন এই টাইগার ব্যাটার।
শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১১ বল হাতে থাকতে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা।
এদিন রংপুরকে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। দুজনের ব্যাট থেকে আসে ১২৪ রান। ৪৯ বলে ৬৮ রান করে টেইলর আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য। শেষ পর্যন্ত তার অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে ১৭৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।
যার ফলে ম্যাচসেরা হয়েছেন তিনি। এ ছাড়াও ৫ ম্যাচে ২টি ফিফসহ মোট ১৮৮ রান করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন সৌম্য। সব মিলিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল ও সিরিজসেরার পুরস্কার জেতার কীর্তি গড়েছেন টাইগার ওপেনার।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে রয়েছেন সৌম্য সরকার। আগামীকাল প্রথম ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগের ফর্ম ধরে রেখে এই ম্যাচেও সেরাটা দিতে চান সৌম্য।
No comments