শীতে আদা খাওয়ার উপকারিতা
যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা আদা খেয়ে দেখুন। আদায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
আদা বুক জ্বালাপোড়া করা, হজমের সমস্যা ও অ্যাসিডিটি দূর করতে সাহাস্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে আদা খেতে পারেন।
মধু কিংবা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন আদা। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে আপনাকে।
আদা খেলে গলা খুসখুস ভাব ও বমি ভাব কমাতে পারে।
রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে আদা।
কাঁচা আদা চিবিয়ে খেলে বেশ কিছু ক্যানসারের ঝুঁকি কমে।
পেশি ভালো রাখতে পারে আদা। এ ছাড়াও পেশির ব্যথা কমাতে বেশ কার্যকর এই ভেষজ।
No comments