Adsterra

ওবামার পছন্দের সেরা দশ সিনেমা

ওবামার পছন্দের সেরা দশ সিনেমা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যাকে সবাই একজন রাজনীতিবিদ হিসেবেই চিনেন তবে এর বাইরেও তার সাংস্কৃতিক অঙ্গন নিয়েও রয়েছে আগ্রহ সীমাহীন। নিয়মিত সিনেমা দেখার অভ্যাসটা তার অবাক করে দেয়ার মতোই। প্রতি বছরই নিজের পছন্দের সেরা কিছু সিনেমার তালিকা প্রকাশ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও করলেন।

আর এ বছর ওবামার তালিকার শীর্ষে জায়গা পেয়েছে কান উৎসব মাতানো ভারতীয় সিনেমা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট।’

শুক্রবার এক্সে (পূর্বে টুইটার) তিনি তালিকাটি শেয়ার করেছেন। ২০২৪ সালে তার পছন্দের ১০টি ছবির নাম। এর মধ্যে প্রথমেই রয়েছে ভারতীয় ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।

পায়েল কাপাডিয়ার এই ছবি কান উৎসবে জিতেছিল পুরস্কার, মনোনয়ন পেয়েছে গোল্ডেন গ্লোবেও। ছবিটিতে অভিনয় করেছেন কানি কুস্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম ও হৃধু হারুন।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

ওবামার পছন্দের তালিকায় আরো রয়েছে যথাক্রমে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’, ‘ড্যুন-পার্ট টু’, ‘আনোরা’, ‘ডিডি’, ‘সুগারক্যান’ ও ‘আ কমপ্লিট আননোন’।

বরাবরের মতো ২০২৪ সালের পছন্দের গানের তালিকাও প্রকাশ করেছেন ওবামা। সেখানে জায়গা পেয়েছে ২৫টি গান।

No comments

Powered by Blogger.