Adsterra

সিরিয়ার ‘প্রেসিডেন্ট প্রাসাদে’ জনতার লুটপাট

সিরিয়ার ‘প্রেসিডেন্ট প্রাসাদে’ জনতার লুটপাট, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

টানা ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকার পর বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার খবরে উল্লাসে ফেটে পড়েছে দেশটির সাধারণ মানুষ। একইসঙ্গে ‘প্রেসিডেন্ট প্রাসাদে’ ঢুকে ব্যাপক লুটপাট চালিয়েছেন জনতা।

রোববার (৮ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দামেস্কের রাজপথে উল্লাসে মেতে ওঠে সিরিয়াবাসী। এর মধ্যেই দলে দলে মানুষ আসাদের ‘প্রেসিডেন্ট প্রাসাদে’ ঢুকে প্রায় সবই লুট করে নিয়ে গেছে। তছনছ করে দিয়েছে গোটা ভবন।

প্রতিবেদনে আরও বলা হয়, লুটপাট চালানো এই মানুষদের বেশির ভাগই এসেছে গ্রামাঞ্চল থেকে। প্রাসাদের ভেতরের পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। মানুষজন ভেতরে যাচ্ছে। হাতে করে যে যা পাচ্ছে, তাই-ই নিয়ে যাচ্ছে। আবার জিনিস নিয়ে যাওয়ার সময় ছবিও তুলছে।

সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্কে ঢুকছিল, ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ার ক্ষমতায় টানা ২৪ বছর ছিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসান হয়েছে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

সিরিয়ার রাজধানী দামেস্কের আগে আলেপ্পো, হামা ও হোমস নগরীর নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা। আসাদের পতনের জেরে রোববার খুশিতে রাস্তায় নেমে আসে সিরীয়রা। সেনাবাহিনীর ট্যাংকের ওপর উঠে উল্লাস করেন সাধারণ মানুষ। বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতেন জনতা।

No comments

Powered by Blogger.