সেদনায়া কারাগার থেকে ১৫ মরদেহ উদ্ধার
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সেদনায়া কারাগার থেকে বন্দিদের মুক্তি দিয়েছে দেশটির বিদ্রোহীরা। এরপর কারাগারটি তল্লাশি চালিয়ে ১৫ বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, উদ্ধারকারী দল সেদনায়া কারাগারে তল্লাশি চালানোর সময় ১৫ বেসামরিক নাগরিকের মরদেহ পেয়েছে। কারাগারে ‘পাশবিক নির্যাতনের’ ফলে তাদের মৃত্যু হয়েছে।
লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি আরও জানিয়েছে, নির্যাতন ও স্বাস্থ্যসেবার অভাবে ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত সিরিয়ার সরকারি কারাগারে ৬৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
দেশটির বিভিন্ন কারাগার থেকে হাজার হাজার বন্দিরা মুক্তি পেয়ে তাদের বাড়ি ফিরছেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। নিখোঁজ প্রিয়জনদের খোঁজে কারাগারে ভিড় করছে সিরিয়ার নাগরিকরা। এমন সময় এই প্রতিবেদন প্রকাশ করা হলো। এর আগে সিরিয়ার প্রখ্যাত আন্দোলনকারী মাজেন আল-হামাদার পরিবার জানিয়েছিল, সেদনায়া থেকে তার মরদেহ পাওয়া গেছে।
No comments