Adsterra

প্রথম স্ত্রীর মামলায় জরিমানা গুনতে হচ্ছে উদিত নারায়ণকে

প্রথম স্ত্রীর মামলায় জরিমানা গুনতে হচ্ছে উদিত নারায়ণকে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglades

নব্বই দশকে সুরের জাদুতে বলিউডের সংগীতে রাজ করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। আজও তার গানগুলো শোনা যায় মানুষের মুখে মুখে। সেই গায়ককেই কিনা এবার জরিমানা গুনতে হচ্ছে।

জানা গেছে, বিহার কোর্টে উদিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে শেষ শুনানির দিন হাজির হননি তিনি। মূলত এই অপরাধেই উদিতকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত।

২০২০ সালে গায়কের নামে মামলা দায়ের করেন উদিতের প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। তাদের পুরোনো বৈবাহিক সম্পর্ক ঠিক করার জন্য এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানান রঞ্জনার আইনজীবী অজয় কুমার।

গত ১৬ ডিসেম্বর এই মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য কার ছিল। কিন্তু এ দিন সেখানে গায়ক তো হাজির ছিলেনই না, এমনকি তার পক্ষ থেকে অন্য কেউ জবাব দেননি। ফলে বিহারের সেই পারিবারিক কোর্টের বিচারপতি রাহুল উপাধ্যায় ১০ টাকার জরিমানা করেন এবং আগামী ২৮ জানুয়ারির মধ্যে তাকে জবাব দেওয়ার সুযোগ দেন উদিতকে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

কিন্তু কেন আবারও উদিতের সঙ্গে বৈবাহিক জীবন কাটাতে চান রঞ্জনা? গায়কের প্রাক্তন স্ত্রী জানান, তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ। তাই তিনি এখন তার স্বামী উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। তিনি আদালতের ওপর আস্থা রাখছেন বলেও জানান। যদিও এখনও গায়কের তরফ থেকে কিছুই জানানো হয়নি।

No comments

Powered by Blogger.