Adsterra

আগুন লাগলে ধোঁয়া থেকে বাঁচার উপায়

আগুন লাগলে ধোঁয়া থেকে বাঁচার উপায়, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

আগুন আতঙ্কের নাম। কিন্তু যাপিত জীবনে নানান কাজে আগুনের ব্যবহার আমাদের করতেই হয়। সামান্য অসতর্কতা বা একটি দুর্ঘটনায় নিমিষেই পুড়ে ছাই হয়ে যেতে পারে সব। শুধু তাই নয়, প্রাণও হারায় অনেক মানুষের। আগুন লাগার অনেক কারণ রয়েছে। আগুন লাগলে ধোয়া ছড়াবেই।

বিশেষ করে বদ্ধ কোনো স্থানে আগুন লাগলে ধোঁয়ার প্রবণতা আরও বেশি থাকে। আর এই ধোঁয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেকেই। তবে প্রাথমিকভাবে কিছু বিষয় খেয়াল রাখলে এ থেকে পরিত্রাণও পাওয়া যায়।

চলুন আগুন লাগলে প্রাথমিকভাবে যা করবেন তা জেনে নেওয়া যাক—

মাথা ঠাণ্ডা রাখুন

কোথাও আগুন লাগলে প্রথমেই নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা করুন। রেস্টুরেন্ট, শপিং মল বা এমন কোনো জায়গায় যদি থাকেন যেখানে ইমারজেন্সি ডোর রয়েছে তাহলে সেই দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করুন। সিঁড়ি দিয়ে নিচে নামুন। আগুন লাগার পরিস্থিতিতে ভুলেও লিফট ব্যবহার করবেন না।

আতঙ্কিত হওয়া চলবে না

আগুন লাগলে ভয় পাওয়াই স্বাভাবিক। আতঙ্কিত হয়ে গেলে মাথা ঠিকমতো কাজ করে না। ফলে হার্টবিট বেড়ে যায়। এভাবে স্ট্রোক হওয়ার শঙ্কা বেড়ে যায়। ভয় পেয়ে জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে আগুন থেকে বর্জিত নাইট্রোজেন ডাই অক্সাইড আমাদের নিশ্বাসে অতিরিক্ত মাত্রায় মিশে যায়। যা থেকে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

ধোঁয়া থেকে দূরে

যতটা সম্ভব ধোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কাপড় দিয়ে মুখ ঢাকার চেষ্টা করবেন। কারণ আগুনের ধোঁয়া থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস বিষাক্ত। এটি চোখে মুখে গেলে প্রাণহানির শঙ্কা থাকে। বিশেষ করে যাদের শ্বাস কষ্টের সমস্যা আছে তাদের শ্বাসরোধ পর্যন্ত হতে পারে এইসময়।

হামাগুড়ি দিন

আগুন লাগার পর যদি সেখান থেকে বের হওয়ার কোনো পথ পান তাহলে হামাগুড়ি দিয়ে বেরোনোর চেষ্টা করুন। এতে মেঝের সতেজ বাতাস আপনাকে শ্বাস নিতে সাহায্য করবে। দরজা খোলার আগে হাত দিয়ে তা ধরে দেখুন। গরম লাগলে খুলবেন না। বুঝবেন দরজার ওপাশে আগুন আছে।

জানালা খুলে দিন

ধোঁয়া দেখা গেলে দ্রুত জানালার পর্দা সরিয়ে দেবেন। যাতে পর্দায় আগুন না লাগে। আর যদি দেখেন জানালার দিকে আগুন বা ধোঁয়া নেই তাহলে তা খুলে শ্বাস নেওয়ার জন্য তাজা বাতাস নেওয়ার চেষ্টা করুন।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য
কাপড়ে আগুন লাগলে

কাপড়ে আগুন লাগলে প্রথমে মেঝেতে শুয়ে গড়াগড়ি করতে থাকুন যতক্ষণ না আগুন নিভে যায়। এরকম করলে আগুন জলদি নিভে যাবে। গড়াগড়ি খাওয়ার সময় হাত দিয়ে মুখ ঢেকে নেবেন যেন আগুনের আভা মুখে এসে না লাগে। আগুনে লাফালে আগুন দ্রুত বের হয়ে যায়। এটাও মাথায় রাখতে হবে।

ভেজা কাপড়ে মুখ ঢাকুন

একটি কাপড় বা তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ ঢেকে রাখুন। নাক দিয়ে শুধু নিঃশ্বাস নিন। তবে কোনোভাবেই মুখ দিয়ে শ্বাস নেবেন না। প্রয়োজনে তোয়ালে দিয়ে দাঁত ও ঠোঁট দিয়ে চেপে রাখুন। এটি আপনাকে নাক দিয়ে শ্বাস নিতে সাহায্য করবে।

No comments

Powered by Blogger.