Adsterra

সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

সুনামগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস থেকে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ ও ৫ জনকে আটক করা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসএ পরিবহনের পণ্যবাহী একটি গাড়ি জব্দ ও এসএ পরিবহন সুনামগঞ্জ শাখার ম্যানেজারসহ পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- এসএ পরিবহনের ম্যানেজার আতাউর রহমান, পার্সেল সহকারী আব্দুর রহমান, ক্যাশ কাউন্টার ইনচার্জ ফাইসাল কবির, গাড়ি চালক দেলোয়ার মিয়া ও সহকারী জুবায়ের মিয়া।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন সুনামগঞ্জ শাখায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ হাজার ৯২০ পিস কাবেরী মেহেদী, ৭২০ পিস জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু, ৮৬৪ পিস জনসন অ্যান্ড জনসন বেবি লোশন, ২ হাজার ৪০০ পিস কেবিজল সাবান, ৮ হাজার ১৮৪ পিস কিটক্যাট চকলেট, ৬ রুল কাশ্মীরি পর্দা এবং ১ হাজার ৬০০ পিস ড. বিশ্বাস গুড হেলথ ট্যাবলেট জব্দ করা হয়।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইফতেখার মতিন জানান, জব্দকৃত মালামাল ও আটককৃত ৫ জনকে পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে। পণ্যগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments

Powered by Blogger.